ভারতে খেলতে আসা সত্যিই আনন্দের : ফেদেরার

খেলা

Federerভারতে প্রথমবারের মত খেলতে আসা বিশ্ব টেনিসের সুপারস্টার রজার ফেদেরার বলেছেন, এখানে খেলতে পারাটা সত্যিই আনন্দের। বিশ্বের বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা থাকলেও ভারতীয় টুর্নামেন্ট আইপিটিএল খেলতে এবারই প্রথম এসেছেন সুইস এই টেনিস সেনশেসন। আর বিশ্বের অন্যান্য স্থানের মত ভারতেও লক্ষ সমর্থকের উষ্ণ অভ্যর্থনাই লাভ করেছেন ফেদেরার। ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লীগ (আইপিটিএল) এর তৃতীয় লেগে ইন্ডিয়ান এসের হয়ে সিঙ্গাপুর স্ল্যামার্সের বিপক্ষে খেলার মাধ্যমে ১৭বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার ভারতীয় কোর্টে প্রথমবারের মত খেলার অভিজ্ঞতা লাভ করেন। ২৬-১৬ পয়েন্টে তার দল জয়ী হয়। আর এর মাধ্যমে হাজারো সমর্থক ফেদেরার ম্যাচ স্টেডিয়ামে উপস্থিত হয়ে সরাসরি উপভোগের সুযোগ পান।

নতুন এই অভিজ্ঞতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ফেদেরার বলেছেন, ভারতে খেলতে আসা সত্যিই বিশেষ কিছু। আমি বিশ্বের অনেক স্থানে খেলেছি। কিন্তু প্রথমবারের খেলার অভিজ্ঞতা অন্যরকম। ভারত পৃথিবীর অন্যতম বড় একটি দেশ। এখানকার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি উল্লেখযোগ্য। বিশেষ করে ভারতীয় ক্রীড়াঙ্গন অনেক সমৃদ্ধ। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। আশা করছি এখানকার দর্শকও আমাকে ভালভাবেই গ্রহণ করবে। ভারতে টেনিসের বেশ সম্ভাবনা আছে। এখান থেকে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় বেরিয়েছে। তাই এমন একটি দেশে খেলতে আসতে পেরে আমি দারুন আনন্দিত।

আইপিটিএল ধারণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ফেদেরার বলেন, আমি প্রথম থেকেই আইপিটিএল উপভোগ করছি। ইন্ডিয়ান এসের খেলা বিশেষভাবে নজড় দিয়েছি। স্কোরগুলো রাখার চেস্টা করছি। কোর্টে নামার আগে আমি প্রথমে এর ফরম্যাট সম্পর্কে বোঝার চেস্টা করেছি। কারন এখানকার আইন কানুন কিছুটা পরিবর্তিত। তাই খেলতে নামার আগে সেগুলো সম্পর্কে সম্যক ধারনা থাকতে হবে। টেনিসে সবকিছই বেশ গুরুত্ব সহকারে এবং পেশাদারী মনোভাব নিয়ে দেখা হয়। আইপিটিএল সেই ধরনেরই একটি উপভোগ্য টুর্নামেন্ট, খেলোয়াড়রাও বেশ আনন্দ পাচ্ছে। এখানে বেশ কয়েকজন শীর্ষসারির খেলোয়াড় খেলতে এসেছে, যাতে করে এর গুরুত্ব আরো বেড়েছে। এশিয়ার মত বড় একটি মহাদেশে এই ধরনের টুর্নামেন্ট বেশ সফল হবে। খেলোয়াড়রা যখন ছুটিতে থাকে সেই সময়টা এই ধরনের টুর্নামেন্ট আয়োজিত হলে তারা বেশ উপভোগ করবে। প্রত্যেকের জড়িত হবার একটি সুযোগও এখানে সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *