শক্তিমান চাকমা হত্যা; আশুলিয়ায় দুই আসামি আটক

Slider ঢাকা

221159_bangladesh_pratidin_pic

সাভারের আশুলিয়ায় রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার দুই আসামিকে আটক করা হয়েছে।

শনিবার হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কেন্দ্রীয় কমিটির লিফলেট বিতরণকালে আশুলিয়ায় বসবাসরত পার্বত্য অঞ্চলের নাগরিকেরা তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশের কাছে সোপর্দ করা দুই জন হলেন- কান্তময় ওরফে রিপন চাকমা এবং সুনিল ত্রিপুরা। এরা দুজনই শক্তিমান চাকম হত্যা মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন , বিকালে কান্তময় ওরফে রিপন চাকমা ও সুনিল ওরফে রিপন ত্রিপুরা নামের দুই ব্যক্তি হিল উইমেন্স ফেডারশনের ও চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উৎস্কানিমূলক লিফলেট বিতরণ করছিল আশুলিয়ায় বসবাসরত পার্বত্যাঞ্চলের নাগরিকদের মধ্যে। এসময় তাদের আটক করা হয় এবং রাঙ্গামাটিতে নানিয়ারচর এলাকার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা ওই দুই জনের নাম জানার পর জানান তারা দুজনই শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটক দুজনের বিষয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন রাঙ্গামাটি থেকে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *