হজে গেলেন এমপি বদি

Slider ফুলজান বিবির বাংলা

119902_hozz

কক্সবাজার: চলমান মাদকবিরোধী অভিযানে আলোচনা-সমালোচনার মধ্যে ওমরাহ হজ করতে দেশ ছেড়েছেন কক্সবাজারের আলোচিত এমপি আবদুর রহমান বদি। পুরো রমজান মাস তিনি সৌদি আরবে অবস্থান করবেন। রমজানের শেষ সপ্তাহে মসজিদুল হারামে তিনি ইতেকাফ করবেন বলে বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন জানিয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়েই আবদুর রহমান বদি সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেন। ক’দিন আগে মেয়ে, মেয়ের জামাই সৌদি পৌঁছেছেন। গতকাল তার সঙ্গে ছিলেন দু’বন্ধু ও একজন মৌলভী।
মাদকবিরোধী অভিযান চলাকালে তুমুল বিতর্কের মধ্যে এমপি বদির হঠাৎ দেশত্যাগের ঘটনায় বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। অনেকেই চলমান অভিযানের ভয়ে তিনি দেশ ছাড়ছেন বলেও মন্তব্য করেছেন। এমপি বদি সাংবাদিকদের জানিয়েছেন, চলমান অভিযান নিয়ে তার মধ্যে কোনো ভয় নেই। হজে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগের। ওমরা পালন শেষে আগামী ১৭ই জুন দেশে ফেরার কথা রয়েছে এমপি আবদুর রহমান বদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *