‘পোশাক শিল্পে বাংলাদেশ বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হবে বলে মনে করেন আমেরিকার রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঢাকা অ্যাপারেল সামিটের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ‘শ্রমিকদের ভবিষ্যৎ: কর্মপরিবেশের নিরাপত্তা ও টেকসই উৎপাদন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
মজিনা বলেন, ‘গার্মেন্টস কারখানার যে সমস্যাগুলো আছে এগুলোর সমাধান হলে পোশাক শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ হবে পৃথিবীর এক নম্বর ব্র্যান্ড। এটা আর খুব বেশি দূরে নয়, যতদ্রুত কারখানাগুলোর সেফটি নিশ্চিত করা হবে তত দ্রুত বাংলাদেশের এ খাত এগিয়ে যাবে।’
আমেরিকার রাষ্ট্রদূত বলেন, ‘রানা প্লাজায় যা ঘটেছে তা অবিশ্বাস্য। এরকম দুর্ঘটনা পৃথিবীর কোনো দেশে ঘটেনি। এটা দেখে আমাদের কারখানার সেফটি সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। যেন এ ধরনের ঘটনা আর ২য় বার আমাদের দেখতে না হয়। এছাড়া তাজরীন অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আর অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে হবে।’
তিনি বলেন, ‘আমি মনে করি সবার আগে আমাদের কারখানার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে তারপর অন্য বিষয়। এবিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে এক সময় বাংলাদেশই হবে পৃথিবীর এক নম্বর ব্র্যান্ড।’
বিজিএমইএ’র সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ এর সঞ্চালনায় এ সেশনে প্যানেল মেম্বার হিসেবে আলোচনায় অংশ নেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন এনডিসি, বাংলাদেশে জার্মান অ্যামবাসির চার্জ অ্যাফেয়ার্স ফার্দিনান ভোন ওয়াইহি, আন্তর্জাতিক শ্রম সংস্থার(আইএলও) ঢাকার প্রোগ্রাম ম্যানেজার টুমো পোটিয়ানেন, জয়েন্ট ইটিআই’র প্রধান প্রোগ্রামার দিবেই কটলার, ফায়ার সার্ভিস কর্মকর্তা আলী আহমেদ খান, শ্রমিক নেতা জেড এম কামরুল আনাম প্রমুখ।