রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

Slider বাংলার মুখোমুখি

95954a3f32b3c94fc5c7763b73b29ef6-599f99b429d58

ঢাকা: রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁদের ‘মাদক ব্যবসায়ী’ বলছে র‍্যাব। এ নিয়ে গত ১৮ দিনে বন্দুকযুদ্ধে ১২৬ জন ‘মাদক ব্যবসায়ী’ নিহত হলেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার করমজা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম বেলাল ও নাজমুল। তাঁদের বাড়ি পবা উপজেলায়।

নিহত দুজনের মধ্যে বেলাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে র‍্যাব জানিয়েছে।

ঘটনার পর র‍্যাব-৫-এর পক্ষ থেকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, করমজা এলাকায় তাদের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর গুলিবিনিময় হয়। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি করে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল উদ্দিন সাংবাদিকদের বলেন, দিবাগত রাত ১২টার দিকে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসে র‍্যাব। নিহত দুজনের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *