গাজীপুরের পুবাইলে ডিবির ক্রস ফায়ারে একজন নিহত

Slider গ্রাম বাংলা

119646_fire

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: গাজীপুর মহানগরের পূবাইল এলাকার ভাদুনে গাজীপুর ডিবির সাথে ক্রস ফায়ারে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম ওরফে কামু। তিনি টঙ্গী এলাকার বাসিন্দা ছিলেন।

গাজীপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেনের ভাষ্য, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী কামরুলকে ধরা হয়। তাঁর কাছে ৪ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তাঁকে নিয়ে গাজীপুর শহরে ফেরার পথে দিবাগত রাত দেড়টার দিকে ভাদুন এলাকায় কিছু মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পালিয়ে যাওয়ার সময় কামরুল গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ডিবি জানায়, কামরুলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অপরাধের ১৪টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *