ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত ও কমপক্ষে ৬জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুরে ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন সিএনজির যাত্রী সানার উদ্দিন।
তার বাড়ি কালীগঞ্জের মান্দারবাড়িয়া গ্রামে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার দিলিপ কুমার জানান, দ্রুত গতিতে সিএনজি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে আহত হয় ১ নারী সহ ৬জন। রাশেদা নামে এ নারীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে, তার অবস্থা আংশকাজনক। ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে।
এছাড়া প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বরের সামনে বিকেল ৫টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় বজলুর রহমান নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি সদরের গোপিনাথপুরে।
অপরদিকে ঝিনাইদহের কালীগঞ্জে আজ দুপুরে ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে রবিউল ইসলাম নামের এক চালক নিহত হয়েছেন, নিহতের বাড়ি কালী গঞ্জের শিমলা রোকনপুরে।
অন্যদিকে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা নামকস্থানে ভোররাতে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আব্দুল আজিজ নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।