ক্যালিফোর্নিয়ার প্যালো আলতোতে অবস্থিত ফেসবুকের কার্যালয়ের বাইরে যে সাইনবোর্ড আছে, তাতেই লুকানো আছে একটি গোপন বার্তা। এ বার্তা ফেসবুকের কর্মীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য বলেই জানায় ফেসবুক কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
আগে ফেসবুকের এ অফিসের মালিক ছিল সান মাইক্রোসিস্টেম। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি ওরাকল কিনে নেয়। পরবর্তীতে এ অফিসটিতেই ফেসবুকের কার্যালয় বানানো হয়।
ফেসবুক অফিসটিতে যখন চলে আসে তখনও এর সামনের সাইনবোর্ড ছিল সান মাইক্রোসিস্টেমের। আর এ সাইনবোর্ডটির লেখাগুলো না তুলেই তার ওপর ফেসবুকের নাম ও মনোগ্রাম অংকিত ব্যানার দিয়ে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেন ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ।
এর কারণ হিসেবে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, এটা কর্মীদের জন্য একটা বার্তা। কর্মীদের সব সময় মনে রাখা উচিত সব সময় উদ্ভাবনী প্রচেষ্টা বজায় না রাখলে সর্বোচ্চ স্থান থেকেও পতন হওয়া খুবই সহজ।