নীলফামারীর ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ী এলাকায় তিস্তা নদীতে নিখোঁজ হওয়ার ছয়দিন পর মোহনা আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও তিস্তা ব্যারেজের কর্তৃপক্ষের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, মোহনা বৃহস্পতিবার (২৪ মে) বিকেল ৪টায় খেলার ছলে নদীতে নামতে গিয়ে স্রোতে ভেসে যায়। ঘটনার দিন সকালে নানার বাড়ি থেকে বাবা-মা’র কাছে বেড়াতে এসে বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল মোহনাকে উদ্ধারের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়। তবে মেয়েকে উদ্ধারে বাবা মনোয়ার হোসেন হাল ছাড়েননি। প্রতিদিন তিস্তা নদীর বিভিন্ন স্থানে নৌকা করে জাল ফেলে মেয়েকে উদ্ধারে চেস্টা চালায়।
অবশেষে তিস্তা ব্যারেজে মরদেহটি আটকা পড়লে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায় বলেও জানান ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম।