শরীয়তপুরে স্ত্রীকে হত্যার দায়ে সুমন মাদবর নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এ রায় দেন।
সুমন মাদবরের বিরুদ্ধে ২০১০ সালের ডিসেম্বরে তার স্ত্রী আইরিন আক্তার জান্নাতকে হত্যার অভিযোগ ছিল।
আদালত সূত্র জানায়,শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরমালগাঁও গ্রামের গৃহবধূ আইরন আক্তার জান্নাতকে (১৯) হত্যা করা হয়। ওই ঘটনায় ২০১০ সালের ১৬ ডিসেম্বর ডামুড্যা থানায় মামলা করেন ওই গৃহবধূর বাবা মো.আব্বাস সরদার। মামলায় সুমন মাদবর ও তার মা রাশিদা বেগমসহ ৭ ব্যক্তিকে আসামি করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমন মাদবরকে মৃত্যুদন্ড দেয়ার আদেশ দিয়েছেন। বাকি আসামিদের খালাস দিয়েছেন।
আসামি পক্ষের আইনজীবি জাহাঙ্গির হোসেন বলেন, আমর মক্কেল এ রায়ে সন্তুষ্ট হননি। আদালতের প্রতি সম্মান রেখে আমরা উচ্চ আদালতে আপিল করব।