সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।
এ সময় তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (৩) বিচারক শারমিন আখতার ১৪ জনের জামিন মঞ্জুর করেন।
এদিকে, নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার পরপরই রাবি ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এর আগে সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নির্ধারিত সূচি অনুযায়ী ক্লাস-পরীক্ষা চলে।
গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে রোববার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্মসাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহীসহ ১৯ ছাত্রদল নেতাকর্মীকে আটক করে মতিহার থানা পুলিশ।
এদের মধ্যে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দেয় পুলিশ। আর মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমুল হকের বিরুদ্ধে আগের তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আদালতের মধ্যমে জেলাহাজতে পাঠানো হয়।
বাকি ১৪ জনকে সোমবার দুপুরে আরএমপি অধ্যাদেশে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আটকদের মুক্তির দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয় ছাত্রদল।