বন্দুকযুদ্ধের সমালোচনায় বার্নিকাট- সবার আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে

Slider সারাদেশ

119532_bbbb

ঢাকা: সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে মানুষ হত্যার সমালোচনা করে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেছেন, বাংলাদেশে এই মাদকবিরোধী অভিযানে যাঁরা নিহত এবং আটক হচ্ছেন, তাঁদের প্রত্যেকেরই আইনি সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।

আজ বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে বার্নিকাট এই মন্তব্য করেন।

বার্নিকাট বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সরকারও (মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার) বাংলাদেশ সরকারের মতো জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। আমাদের দেশের রাজনীতিবিদরাও এই কথাগুলো বলে আসছেন। মাদকমুক্ত সমাজ গড়া সবার অঙ্গীকার। কিন্তু সেইটা হতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।

সরকারের চলমান মাদকবিরোধী অভিযান প্রক্রিয়ার সমালোচনা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মাদকের উৎস বন্ধ করা না গেলে চলমান মাদকবিরোধী অভিযান সফল হবে না।

মাদক কারবারের সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের আইনের আওতায় না এনে, মাদকের উৎস বন্ধ না করে এই মাদকবিরোধী অভিযান থেকে সাফল্য আসবে না বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে গত ১৬ দিনে ১২০ জন নিহত হয়েছেন। আটক হয়েছেন শত শত মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *