ভৈরবে সার আত্মসাৎ: বিএডিসি’র কর্মকর্তা গ্রেফতার

সারাদেশ

kichorgongবিএডিসি’র ভৈরব সার গুদাম থেকে প্রায় আট কোটি টাকা মূল্যের সার আত্মসাতের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত পরিচালক (সার) মো. রেজাউল করীমকে সোমবার টাঙ্গাইল শহর থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের একটি যৌথ দল ভোরে টাঙ্গাইল শহরের ভেড়াডোমা এলাকা থেকে তার শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে।মো. রেজাউল করীমের বিরুদ্ধে অভিযোগ, ভৈরব সার গুদামে ছয় বছর কর্মরত থাকা অবস্থায় অপর এক আসামির সহযোগিতায় তিনি বিভিন্ন জাতের মোট ৯২ হাজার ৬১৬ বস্তা সার আত্মসাৎ করেছেন।

এ আত্মসাতের ঘটনায় গত মাসে কিশোরগঞ্জ বিএডিসি’র যুগ্ম-পরিচালক (সার) মো. শহীদুজ্জামান শেখ বাদী হয়ে মো. রেজাউল করীমসহ মোট দুই জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে ময়মনসিংহ দুদক’র সহকারী পরিচালক পাল কমল চন্দ্র তদন্ত করছেন।
তদন্তকারী কর্মকর্তা জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দশ দিনের রিমান্ড প্রার্থনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *