স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর অফিস: রাজনীতিতে নোংড়ামী বরদাশত করা যায় না। কারো ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করতে চরিত্র নিয়ে খেলাধূলা করা বিপদজনক। সম্প্রতি একটি ঘটনার আলোকে নিজের অবস্থান এ ভাবেই ব্যাখা করেছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা এরশাদ।
মাসুদ রানা এরশাদের বরাত দিয়ে সাইফুল্লাহ শাওন গ্রামবাংলানিউজকে বলেন, আমার নেতা এরশাদ ভাইয়ের স্ত্রী সন্তান আছে। তিনি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন এমন গুজব রটানো হয়েছে পরিকল্পিতভাবে। তার রাজনৈতিক অবস্থান দুর্বল করার জন্য একটি চক্র এই অপকর্ম করেছেন। বিশেষ করে আগামী ২৬ জুন গাজীপুর সিটিকরপোরেশন নির্বাচনে আমাদের নৌকা প্রতীকের বিরুদ্ধে থাকা বিএনপি-জামায়াত জোট কতিপয় নেতাদের সঙ্গে নিয়ে এই কাজ করেছেন।
তিনি বলেন, ইতোমধ্যে মেয়েটি ও তার পরিবারের বক্তব্য গণমাধ্যমে দেখে মনে হয়েছে, ষড়যন্ত্রকারীরা ফেল করেছেন। কারণ কোন মিথ্যাকে সত্য বলে চালানো যায় না। আমি সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, আওয়ামীলীগের ভেতরে গুপ্টি মেরে থাকা বিএনপি-জামায়াতের লোকজন পরিকল্পিতভাবে আমাকে ও আমার দলকে এবং গাসিক নির্বাচনে আমাদের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের ক্ষতি করার জন্য নানা ধরণের অপপ্রচার চালিয়েছে।