মোঃ জাহিদুল ইসলাম ডিমলা(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৯ মে রাত ১০ টার দিকে খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া ডাঙ্গা পাড়া এলাকার থেকে ১ গাঁজা চাষিকে গাছ সহ গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
আটককৃত গাঁজা চাষি হলেন উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত এবার উদ্দীনের পুত্র মোঃ আজাহার আলী (৬৫)
ডিমলা থানার পুলিশের সেকেন্ড অফিসার আব্দুর রহিম এর নেতৃত্বে,এস.আই ফিরোজ,এস আই গোলাম মোস্তফা,এ এস আই জহুরল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আজাহার আলী ১ টি গাঁজার গাছ সহ তার নিজ বাড়ি থেকে আটক করেন। এই গাঁজা চাষি বলেন দীর্ঘদিন যাবত গাঁজার চাষ করিয়া আসিতেছি।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ শেখ নিশ্চিত করে জানান মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক দ্রব্য বিক্রয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে। যাহার নং- ২৭, তাং ২৯/০৫/২০১৮ ইং। আজ বিকালে জেলা আদালতে প্রেরন করে এবং অত্র উপজেলায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে।
অপর দিকে ডিমলার খগাখড়িবাড়ি ইউনিয়নের টুনির হাট আনারুলের একটি পরিত্যাক্ত গোডাউন থেকে ৯ জুয়ারীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
আটককৃত ৯ জুয়ারীরা হলো পশ্চিম ছাতনাই ইউনিয়নের মোঃ নুর হোসেন পুত্র মোঃ আনারুল ইসলাম (৩০), সমছের আলীর পুত্র মোঃ হাসেন আলী (৪৫),মৃত মকিম উদ্দীনের পুত্র মাতোয়ার হোসেন (৪৫) মোঃ খগাখড়িবাড়ি ইউনিয়নের দোহল পাড়া গ্রামের মৃত ভুবেন্দ্র নাথ এর পুত্র বিজয় চন্দ্র রায় (৫৭),মৃত কাল্টু মামুদের পুত্র বাবুল হোসেন (৪২), বন্দর খড়িবাড়ী গ্রামের নুরুল হুদার পুত্র আসাদুজ্জামান (৪০) মনসুর আলী পুত্র বাবুল হোসেন (৫২), আফজাল হোসেন এর পুত্র রতন (৩৩), ও দক্ষিন বালাপাড়া গ্রামের ছলিম উদ্দীনের পুত্র মোঃ অলিয়ার রহমান (৫০)সহ ৯ জুয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ডিমলা থানা পুলিশের এস.আই ফারুক ফিরোজ এর নেতৃত্বে এস.আই মাসুদ, এ এস আই জহুরুল ইসলাম, আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ খগাখড়িবাড়ি ইউনিয়নের টুনির হাট আনারুলের একটি পরিত্যাক্ত গোডাউন থেকে ৯ জুয়ারীকে গ্রেফতার করে।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ শেখ নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় প্রকাশে জুয়া খেলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৬ তাং ২৯/০৫/২০১৮ ইং।
আসামীদেরকে জেলা আদালতে পাঠানো হয়েছে এবং অত্র উপজেলায় জুয়ারী ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।