যুক্তরাজ্য’র নেতৃত্বে প্রস্তাবিত চাঁদে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বৈজ্ঞানিক লক্ষ্য নিয়ে বিজ্ঞানীরা যাত্রা শুরু করেছেন। খবর বিবিসি’র।
এ যাত্রার প্রধান লক্ষ্য হচ্ছে চাঁদের ভূস্তর (geology) সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আহরণ করে চাঁদের দক্ষিণ মেরুর(Lunar South pole) জরিপ করে দেখা যদি ভবিষ্যতে সেখানে মানুষের ঘাটি করা যায়।
‘লুনার’ চভূপৃষ্ঠ থেকে ১০০ মিটির গভীরে খনন করবে এবং প্রকৃতি নিরীক্ষা করবে যাতে করে চাঁদ থেকে দূরে অবস্থান নিয়ে গবেষণাগার করা যায় কীনা।
‘লুনার মিশন ওয়ান’ প্রোগামটির পুঙ্খানুপুঙ্খ গত মাসে ঘোষণা করা হয়।