রাশিয়ার এক ভিন্নমতাবলম্বী সাংবাদিককে ইউক্রেনের কিয়েভে গুলি করে হত্যা করা হয়েছে। ওই সাংবাদিকের নাম আর্কাডি বেবচেঙ্কো(৪১)। ইউক্রেনের পুলিশ এ কথা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, বেবচেঙ্কোকে তার ফ্ল্যাটের প্রবেশ পথে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
এই সাংবাদিককের স্ত্রী জানান, ২০১৬ সালে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বেবচেঙ্কো লেখালেখি করেছিলেন। এ জন্য তাকে হুমকি দেওয়ায় তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
বেবচেঙ্কো প্রাণের ভয়ে রাশিয়া ত্যাগ করে প্রথমে প্রাগে যান। এরপর তিনি ইউক্রেনের রাজধানীতে বসবাস শুরু করেন। সাংবাদিক বেবচেঙ্কো রাশিয়ার সরকারের একজন বলিষ্ঠ সমোলোচক ছিলেন।
জানা গেছে, তিনি রাশিয়ার একটি মিডিয়ার যুদ্ধ বিষয়ক প্রতিবেদক ছিলেন। ইউক্রেনের কিয়েভে তিনি এটিআর টিভি তে একজন নিউজ প্রেসেন্টার হিসেবে কর্মরত ছিলেন।
সূত্র: বিবিসি