কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে আটকের পর ৪ মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ভৈরবের আমলাপাড়ার মো. হযরত আলীর ছেলে মো. শিপন (২৬), ভৈরবের কমলপুর নিউটাউন এলাকার মৃত মসকত আলীর ছেলে মো. ছালাম (৫৫), নরসিংদী জেলার বেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে কাজল মিয়া (৪৯) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কালুয়াকান্দি গ্রামের মানিক মিয়ার ছেলে কালাচাঁন (৪০)।
সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ বলেন, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটকের পর অপরাধ স্বীকার করায় মো. শিপন, কাজল মিয়া ও কালাচাঁনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ছালামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।