ফেসবুকে পর্নোগ্রাফিক ছবি আর ভুয়া খবরে জেরবার পাপুয়া নিউগিনি। তাই দেশটিতে একমাসের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক।
এমনই জানিয়েছে সেই দেশের সরকার।
পাপুয়া নিউগিনির প্রশাসনের তরফে বলা হয়েছে, পাপুয়া নিউগিনিতে অনেকদিন ধরেই চলছে এই সমস্যা। ভুয়া তথ্য দেওয়া খবরের দৌলতে অনেক সময়েই ছড়াচ্ছে অশান্তি। এমনকি অনেক সময়ে লুকিয়ে পর্নোগ্রাফিক ছবিও পোস্ট করে দেওয়া হচ্ছে ফেসবুকে। তাই বাধ্য হয়ে ফেসবুক একমাসের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, এই সময়ের মধ্যে পাপুয়া নিউগিনির ফেসবুক ব্যবহারীদের প্রকৃতি বিচার করবে প্রশাসন। দেখা হবে কোথা থেকে এই মিথ্যা খবর দিনের পর দিন প্রচারিত হচ্ছে। এছাড়াও দেখা হবে দেশের সাধারণ মানু্ষ ফেসবুকে কি ধরণের পোস্ট শেয়ার করতে পছন্দ করেন বা কী দেখতে চান।