ষ্টাফ করসেপন্ডন্টে
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: ‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবো না আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
দিবসটি পালন উপলক্ষে বৃহসপতবিার সকালে জেলা প্রশাসক কাযালয়ের সামনে থেকে বণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মো. নরুল ইসলামের নেতত্বে র্যালিটি গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষিন করে শহরের বঙ্গতাজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষাথীরা অংশগ্রহন করেন। পরে ওই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।