আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। আর তাই দলের সঙ্গে ভারতে যেতে পারছেন না কাটারমাস্টার খ্যাত এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়, পায়ের ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন না মোস্তাফিজ। ফিট হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।
গত রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী কোচ কোর্টনি ওয়ালশ প্রথমে মোস্তাফিজের ইঞ্জুরির বিষয়টি জানিয়েছিলেন। এ কারণে তাকে ট্রেনিং থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেও তিনি বলেছিলেন।
এদিকে টাইগাররা সকালে ঢাকা ছাড়লেও সাকিব যাচ্ছেন দুই দিন পর। আইপিএল শেষে দেশে ফেরা ক্লান্ত সাকিব দুই দিনের জন্য বোর্ডের কাছে ছুটি নিয়েছেন।
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ৩, ৫ ও ৭ জুন হবে ম্যাচ তিনটি। আফগানিস্তান দলেও তাদের প্রধান বোলার দওলত জারদান নেই। তিনি হাঁটুর ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছেন।