আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা এখনো পাকিস্তানি প্রীতি থেকে বের হয়ে আসতে পারেননি। পাকিস্তানি ভাব ধারার চিন্তা থেকে বেড়িয়ে আসতে পারেননি। তাই বাংলাদেশ-ভারতের সম্পর্ক গভীর হলে পাকিস্তানেরও বুক কাপে। বিএনপিরও বুক কাপে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় তলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি নেতাদের কড়া সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। আমরা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছি। নির্বাচনে ভারত এসে ভোট দিবে না। ভোট দেবে দেশের জনগণ।
এ সময় প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার পর বিএনপি সকাল-বিকাল ঘনঘন সংবাদ সম্মেলেন করে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি চেঁচামেচি করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী অরুণা বিশ্বাস প্রমুখ।