কুমিল্লা সদর দক্ষিণে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নুরু নিহত

Slider গ্রাম বাংলা

054623_bangladesh_pratidin_bd

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরু (৫৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫০ কেজি গাঁজা, একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে উপজেলার গলিয়ারা-লক্ষ্মীপুর গ্রামের মাঝখানে এ ঘটনা ঘটে।

নিহত নুরু জেলার সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে যারমধ্যে একটি অস্ত্র ও ১০টি মাদক মামলা ।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের টিম গলিয়ারা-লক্ষ্মীপুর গ্রামের সীমান্তে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে নুরু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *