বান্দরবানের লামায় নেশার আসর বসাকে কেন্দ্র করে স্বামীসহ দুইজনকে দা দিয়ে কুপিয়েছে স্ত্রী। আজ রবিবার রাত ৮টায় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফুটের ঝিরির চকরিয়া পাহাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত পাথর ব্যবসায়ী হুমায়ন কবির চৌধুরী (৪৫) মাওলানা মো. ইসমাইলের ছেলে এবং আলী আজম (৩৯) গুলিস্থান এলাকার সাবেক মেম্বার শামসুল আলমের ছেলে।
রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত দুইজনকে পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে। স্ত্রী জোহরা বেগম (৩২) নিজ বাড়িতে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জোহরা হুমায়ন কবির চৌধুরীর দ্বিতীয় স্ত্রী।
প্রত্যেক্ষদর্শীরা জানান, প্রায় সময় হুমায়ন কবির চৌধুরী তার বাড়িতে কয়েকজন বন্ধু নিয়ে নেশার আসর বসাতেন। স্ত্রী বাধা দিলেও সে মানত না। রমজানের এই সময়ও নেশার আসর বসাতে গেলে স্ত্রী জোহরা বেগম নিষেধ করেন। নিষেধ অমান্য করে আসর বসালে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি দা দিয়ে কোপালে স্বামীসহ ২ জন আহত হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম বলেন, আমি ঘটনাটি শুনেনি।
আরও খবর নিচ্ছি।
লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।