দেশে কেউ এখন নিরাপদ নয় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে চলমান যে সংকট তা পুরো জাতির জন্য সংকট। আজকে দেশের যে অবস্থা তা কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, গোটা জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
দেশে কেউ এখন নিরাপদ নয়। তাই এ অবস্থায় আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে জাতি ক্ষমা করবে না।
আজ রাজধানীর একটি হোটেলে নাগরিক ঐক্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা (বিএনপি) মনে করি নির্বাচন হতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। তাছাড়া নির্বাচন অর্থবহ হবে বলে মনে করি না।