পাবনার ঈশ্বরদীতে ইয়াবা বিক্রির নগদ দেড় লাখ টাকা ও ১০০ পিস ইয়াবাসহ এক নারী বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক সেই নারী বিক্রেতার নাম ফাইমা খাতুন (৩০) ফাইমা উপজেলার পাকশি ইউনিয়নের বাঘইল পূর্বপাড়া গ্রামের রনি প্রামাণিকের স্ত্রী।
রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হয়। এর আগে সকালে ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নের বাঘইল পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যামে জব্দকৃত টাকা ও মাদকসহ আসামিকে পাবনা জেলা কারগারে পাঠানো হয়েছে।