সিরিয়ার দেইরে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে রাশিয়ার চার সেনা নিহত হয়েছেন। এ পর্যন্ত সেনা সদস্যদের সাথে লড়াইয়ে নিহত হয়েছে প্রায় অর্ধশত বিদ্রোহী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার সরকারি বাহিনীর গোলন্দাজ ইউনিটের ওপর কয়েকটি বিদ্রোহী গ্রুপ একযোগে হামলা চালায়। কামানের ব্যাটারি নিয়ন্ত্রণ ও নির্দেশনার জন্য নিয়োজিত দুই রুশ পরামর্শক বিদ্রোহীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হয় আরো পাঁচ রুশ সেনা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুই রুশ সেনার মৃত্যু হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে ৪৩ জন বিদ্রোহী নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া আরব প্রজাতন্ত্রে বিদ্রোহীদের গুলিতে চার রাশিয়ান সেনা সদস্য নিহত হয়েছেন। তবে বিদ্রোহীদের সঙ্গে এ লড়াই কবে হয়েছে তা জানানো হয়নি। তবে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত গত বুধবার বিদ্রোহীদের সঙ্গে এ লড়াই হয়েছে।