এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার মীরডাঙ্গী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম ওরফে তালেবান (৫৫) নামের একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার (২৭ মে) ভোরে রাণীশংকৈল উপজেলায় মীরডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম ওরফে তালেবান জেলার রানীশংকৈল উপজেলার শিয়ালডাঙ্গী ভরনিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।
পুলিশ জানায়, জেলার রাণীংশকৈল উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ভরনিয়া মীরডাঙ্গী এলাকায় গেলে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে তালেবানের লোকজন পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে রফিকুল ইসলাম তালেবান নিহত হয়। পরে পুলিশ নিহতের লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, পুলিশ মাদক বিরোধী অভিযানে মীরডাঙ্গী এলাকায় গেলে একদল মাদক ব্যবসায়ী পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম নিহত।
তিনি আরো জানান, এই মাদক ব্যবসায়ীর নামে ২০টির উপরে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।