অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলারের বলের আঘাতে মৃত্যু হয় ফিল হিউজের। সে ঘটনার দু:সহ স্মৃতি কাটিয়ে আগামী কাল মাঠ নামবেন তিনি।
অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডের একটি ম্যাচের জন্য নিউ সাউথ ওয়েলস দলের ১২ জনের স্কোয়াডে আছেন ২২ বছর বয়সি এই ক্রিকেটার ।
তবে নিউ সাউথ ওয়েলস বলছে এই ম্যাচ খেলাটা ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক নয়। যে কেও চাইলে তার নাম তুলে নিতে পারেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৫শে নভেম্বর নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় শন অ্যাবটের করা বলের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান ফিল হিউজ।
এরপর থেকেই তিনি কোমায় ছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়।
কিন্তু আহত হওয়ার পর থেকে তাঁর জ্ঞান ফেরেনি। এই ঘটনায় শন অ্যাবট মানসিক ভাবে মারাত্বক ভেঙে পরেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে তাকে মনোবিজ্ঞানীর অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছিল।