সম্প্রতি ভারতের টাইমস গ্রুপ একটি অনলাইন সমীক্ষা চালিয়েছে। আগামী বছর অনুষ্ঠেয় ভারতের লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনমত যাচাই করা হয়। সমীক্ষায় দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে।
৭১.৯ শতাংশ ভোটার বলেছেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে তারা নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন।
টাইমস গ্রুপের ৯টি অনলাইন মিডিয়ায় ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত ৯টি ভাষায় ওই সমীক্ষা চালানো হয়েছে।
নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে চার বছর পার করেছেন। একইসাথে মোদী সরকারেরও চার বছর পূর্ণ হয়েছে। ২০১৯ সালে দেশটিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
টাইমস গ্রুপের ওই মেগা অনলাইন ভোটে ৮ লক্ষ ৪৪ হাজার ৬৪৬ জন ভোট দিয়েছেন। আর মোট ভোটারের ৭৩.৩ শতাংশ ভোটার বলছেন, ২০১৯ এ মোদী সরকারই ক্ষমতায় আসছে।
এদিকে, ১৬.১ শতাংশ ভোটার বলেছেন, তারা রাহুল গান্ধীর পক্ষে বা মোদির বিপক্ষে অন্য কাউকে ভোট দেবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া