নারায়ণগঞ্জ: সাত খুনের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন র্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানা।
নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার তিনি এ জবানবন্দি দিচ্ছেন।
এর আগে গতকাল র্যাবের আরেক সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আরিফ হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। ওই জবানবন্দিতে তিনি র্যাবের কয়েকজন কর্মকর্তা ও রাজনীতিবিদের নাম উল্লেখ করেন।
নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহরণ ও খুনের ঘটনায় র্যাবের তিন কর্মকর্তার নাম আসার পর হাইকোর্ট তাদের গ্রেফতারের নির্দেশ দেয়। পরে তাদের গ্রেফতার করে কয়েক দফায় রিমান্ডে নেয়া হয়। রিমান্ড চলাকালে দুই সাবেক কর্মকর্তা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।