‘বর্তমানে দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই’ মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, কারোরই জীবনের নিশ্চয়তা নেই। ছেলে-মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লাশ হয়ে ফিরছে। জনগণ এই অবস্থার পরিবর্তন চায়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের শোকসভায় তিনি এসব কথা বলেন। বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এই অবস্থার পরিবর্তন করতে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যেতে চায়। জাতীয় পার্টি সন্ত্রাসের রাজনীতি করেনা, শান্তির রাজনীতি করে। এ দেশের মানুষও শান্তি চায়।
‘নূর হোসেন’ ও ‘ডা. মিলন’ হত্যাকাণ্ড প্রসঙ্গে এরশাদ বলেন, আমার ওপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা নূর হোসেন ও ডা. মিলন দিবস পালন করছে তারা তো আজ পর্যন্ত তাদের নামে একটি স্মৃতিস্তম্ভও নির্মাণ করতে পারেনি।
শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতি প্রমুখ।