আগামীকাল ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর আইপিএল-এর ফাইনাল। আর গতকাল মুক্তি পেল দুই বছর পর স্ক্রিনে ফেরা জন আব্রাহামের সুপার মুভি ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরান’। তবে কী আইপিএলের ডামাডোলে চাপা পড়ে যাবে পরমাণুর মুক্তির খবর।
না, এমনটা মোটেও হয়নি। প্রথম দিনের ভাবতের বাজরে প্রায় পাঁচ কোটি রুপি আয় করেছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, একে সামান্য প্রমোশন আবার আইপিএল সেমিফাইনালের খড়্গ। পরমাণুর আয়ে দুটি বিষয়ই প্রভাব ফেলেছে। সে তুলনায় বেশ ভালোই ব্যবসা করেছে পরমাণু। ৪ দশমিক ৮২ কোটি রুপি, খারাপ না। ১৯৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি সামনে ভালো করবে বলে আশা করা হচ্ছে।
অভিষেক শর্মা পরিচালিত ছবিটিতে জনের সাথে আরো আছেন ডায়ানা পেন্টি, বোমান ইরানি প্রমুখ। এই প্যাট্রিয়ট ড্রামাতে জন একজন সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন।
সূত্র : বলিউড লাইফ.কম