মেসির হ্যাটট্রিকে বার্সার বড় জয়

খেলা

Messi-1418008758আগের রাতে স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। পাশাপাশি লা লিগায় ২০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা এই ফুটবলার। এরপর হয়তো মাঠেই জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন লিওনেল মেসি।

রোববার রাতেই সেই জবাবের উপযুক্ত মঞ্চ পেয়ে গেলেন তিনি! কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে নিজের সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করেন মেসি। ফলও পেয়েছেন হাতেনাতে। ক্যাম্প ন্যুতে এস্পানিওলের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক আদায় করে নেন বার্সেলোনা সুপারস্টার। মেসির হ্যাটট্রিকের সুবাদে বার্সা পেয়েছে ৫-১ ব্যবধানের বড় জয়।

তবে ঘরের মাঠে তিক্ত অভিজ্ঞতা নিয়েই যাত্রা শুরু করে বার্সেলোনা। প্রতিপক্ষের শিবিরে বারবার আক্রমণ করেও ব্যর্থ হন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। এই ব্যর্থতার মাঝে বার্সার শিবিরে আগুন ধরিয়ে দেয় এস্পানিওলের তারকা সার্জিও গার্সিয়ার গোল। খেলার ১৩ মিনিটের মাথায় তার গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

এরপর ১-০ ব্যবধানে এগিয়ে থেকে অনেকটা রক্ষণাত্মকভাবে খেলতে থাকে এস্পানিওল। কিন্তু কতক্ষণ আর মেসিদের আটকে রাখা যায়! গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠা বার্সাকে সমতায় ফেরান প্রাণভোমরা লিওনেল মেসি। খেলার ৪৫ মিনিটের মাথায় ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ১-১।

বিরতি শেষে ফিরে বার্সা তাদের ছন্দ ফিরে পায়। এ অর্ধে এস্পানিওলের জালে গুনে গুনে ৪ বার বল জড়িয়েছেন লুইস এনরিকের শিষ্যরা। খেলার ৫০ মিনিটে লুইস সুয়ারেজের বাড়ানো বল এস্পানিওলের জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে দেন মেসি। এবার বার্সা শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফেরে।

এরপর ৫৩ মিনিটে অস্বস্তিতে থাকা এস্পানিওলকে আরো একটি গোল হজম করতে হয়। এ সময়ে ইভান রাকিটিসের কর্নার-কিক থেকে পাওয়া বলে দুর্দান্ত এক হেডে গোল করেন বার্সার সাচ্চা ডিফেন্ডার থেকে স্ট্রাইকার বনে যাওয়া জেরার্ড পিকে।

৭৭ মিনিটে জর্দি আলবার সহায়তায় বার্সার গোল ব্যবধান ৪-১এ পরিণত করেন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো রড্রিগেজ। ৮১ মিনিটে বার্সার পক্ষে শেষ গোলটি আসে মেসির পা থেকে। এর মধ্য দিয়ে ২৯তম হ্যাটট্রিক আদায় করে নেন বার্সার আর্জেন্টাইন অধিনায়ক।

এই জয়ে বার্সার ভাণ্ডারে জমা পড়ে ৩৪ পয়েন্ট। লিগ টেবিলে কাতালানদের অবস্থান দ্বিতীয়। বার্সার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩২ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় অবস্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রত্যেকে ১৪ টি করে ম্যাচ খেলেছে।
– See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=81151#sthash.SXkEcqC1.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *