ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকায় ২০১৪ সালে যে ক্ষেপণাস্ত্রটি মালয়েশিয়ার বিমান ভূপাতিত করেছিল সেটি রাশিয়ার, আন্তর্জাতিক তদন্ত দল এমনটা জানিয়েছে।
ডাচ নেতৃত্বাধীন তদন্ত দলটি বলেছে, সেই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার সামরিক বাহিনী থেকে এসেছে।
আমস্টারডাম থেকে বোয়িং ৭৭৭ এর ফ্লাইটটিতে ২৯৮ জন যাত্রী ছিলেন যখন সেটি মধ্য আকাশ থেকে ভেঙে পড়ে। সে দুর্ঘটনায় সবাই প্রাণ হারান।
ইউক্রেনের বিদ্রোহী শাসিত অঞ্চল থেকে ‘বিইউকে’ ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, তবে রাশিয়া সেসময় দাবি করেছিল এটি তাদের কাজ নয়।
বৃহস্পতিবার এ বিয়ে যৌথ তদন্ত দলের ডাচ কর্মকর্তা উইলবার্ট পাওলিসেন সাংবাদিকদের বলেন, ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার সামরিক বাহিনীর ছিল।
সূত্র: মালয়েশিয়ান ডাইজেস্ট