গ্রাম বাংলা ডেস্ক: যাদের বাৎসরিক আয় ১লাখ ২০ হাজার টাকার বেশী তদেরই আয়কর দিতে হবে।
চলমান জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৪-১৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। এরমধ্যে ঘাটতি (অনুদান ছাড়া) ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা। মূল এডিপি ধরা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণ ৪৩ হাজার ২৭৭ কোটি, বৈদেশিক ঋণ ১৮ হাজার ৬৯ কোটি টাকা ধরা হয়েছে। এছাড়া রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকা।
এদিকে আগামী অর্থবছরে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ছেনা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। আগের মতোই করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। যাদের বার্ষিক আয় ১ লাখ ২০ হাজার টাকার বেশি, তাদেরই আয়কর দিতে হবে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধির ল্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ ধরা হয়েছে।