ঢাকা: ২০১৫ সালের হজ প্যাকেজের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (০৮ ডিসেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ১ লাখ ১ হাজার ৭৫৮ জন এবার হজ পালন করার সুযোগ পাবেন। আর সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবে ১০ হাজার জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবে ৯১ হাজার ৭৫৮ জন।
ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, ব্যয় খুব একটা বাড়েনি। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ- ১ এ কোরবানি বাদে খাওয়াসহ ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। প্যাকেজ- ২ এ খরচ হবে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।
অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় খরচ পড়বে কমপক্ষে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।
এবার অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে খরচ পড়বে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।
২০১৫ সালের ২১ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে। বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।