এবার ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন স্টিভেন স্মিথ

Slider খেলা

174104smith_kalerkantho_pic

ডেভিড ওয়ার্নারের পর এবার মাঠে ফেরার সুযোগ পেলেন বল টেম্পারিংয়ের দায়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে এক বছর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। আগামী মাসের শেষ দিকে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা ইভেন্টে দশজন তারকা ক্রিকেটারের তালিকায় নাম রয়েছে স্মিথের।

গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হন স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপিকে জানানো হয়- কানাডা ইভেন্টে স্মিথের অংশ গ্রহণে সমর্থন রয়েছে দেশটির বোর্ডের। ৩০মে খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে।

টরন্টোর কাছে ম্যাপল লিফ ক্রিকেট ক্লাবে আগামী ২৮ জুন- ১৫ জুলাই অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেবে। দলগুলো হচ্ছে টরেন্টো ন্যাশনালস, ভ্যাঙ্কুয়েভার নাইটস, উইনিপেগ হকস, মন্ট্রিয়েল টাইগার্স ও এডমন্টন রয়্যালস এবং ৬ নম্বর দলটি হবে ক্যারিবিয়ান অল-স্টার্স। যে দলে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটাররা খেলোয়াড়রা খেলবেন।

নিলামের তালিকায় থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ড্যারেন স্যামি ও ডোয়াইন ব্রাভো, অস্ট্রেলিয়ার ক্রিস লিন, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ইভেন্টের তারকা কোচের তালিকায় আছেন ফিল সিমন্স, টম মুডি ও হিথ স্ট্রিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *