রাজধানী ঢাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানা গেছে, ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের অলাটক করেন।
এছাড়া গত বৃহস্পতিবার রাতে তেজগাঁওয়ে পৃথক এক অভিযানে মাদক ব্যবসার অভিযোগে একজনকে আটক করতে গেলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হন। নিহত কামরুল মাদক ব্যবসায়ী বলে র্যাবের দাবি।
ডিএমপি বলছে, গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৭ জনকে আটক করা হয়েছে।
আটকদের কাছ থেকে ১২ হাজার একশ ৫৮ পিস ইয়াবা, এক কেজি ৮৭ গ্রাম হেরোইন এবং ৪২ কেজি ছয়শ ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৩টি মামলা করা হয়েছে।