চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ২৫ মে শুক্রবার ঐতিহ্যবাহী ইডেনে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান। আজকের ম্যাচে যে দল জিততে আইপিএলের ফাইনালে সেই দল চেন্নাইয়ের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় প্রথম কোয়ালিফায়ারে হেরেও আজকের ম্যাচটি খেলার সুযোগ পেয়েছে হায়দ্রাবাদ। চেন্নাইয়ের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের প্রথম দিক দিয়ে দারুণ ছন্দে ছিল হায়দ্রাবাদের বোলাররা। কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসিসের ৬৭ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংসে ভর করে হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস। তারপরেও হায়দ্রাবাদের বোলাররা ভালো প্রশংসা পেয়েছে। কারণে ১৩৯ রান করেও চেন্নাইকে চেপে ধরেছিল তারা। একই সঙ্গে তাদের বোলিং নিয়ে প্রশংসা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। কলকাতার বিপক্ষে আজকের ম্যাচের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শেষ ম্যাচে হায়দ্রাবাদের জন্য ইতিবাচক দিক ছিলো তাদের বোলিং। তাদের বোলিং ইউনিট দুর্দান্ত করেছে। ভুবনেশ্বর কুমার, যখন সে উইকেট পেয়েছিলো সেসময় দলটিকে ভিন্নরকম দেখাচ্ছিলো।’ তিনি আরো বলেন, ‘সিদ্ধার্থ কউল গত দুই ম্যাচে ভালো বোলিং করেছে। সন্দ্বীপ শর্মা যদিও কিছুটা খরুচে ছিলো, তবে কার্লোস ব্র্যাথওয়েটের অন্তর্ভুক্তি ভালো হয়েছে। রশিদ খান দারুণ একজন বোলার এবং সাকিব আল হাসান যথেষ্টই কার্যকরী।’