মাঝ আকাশে বিমান ছিনতাইয়ের চেষ্টা!

Slider সারাবিশ্ব

3-19

ইরানের আকাশসীমা থেকে একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা! যদিও তা অস্বীকার করল সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বুধবার হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে যে, দুবাই থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে যাওয়ার পথে ইরানের আকাশসীমায় সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইদুবাই এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। তবে আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বিষয়টি উড়িয়ে দেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এফজেড-৩০১ নম্বর ফ্লাইটটি দুবাই থেকে কাবুলে যাওয়ার সময় দুবাই ফিরে আসে। এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সব যাত্রীকে নামিয়ে দেয়। এরপর বিমানটি সকাল ৮টা ৩১ মিনিটে আবার দুবাই ছাড়ে। তিনি দাবি করেন, বিমানের এক যাত্রীর অস্বাভাবিক আচরণের কারণে এই ঘটনা ঘটে। পরে ওই যাত্রীকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *