দেশ-ভাষার মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলামও অমর হয়ে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন কবির পুত্রবধূ উমা কাজী। তিনি বলেন, কবি নজরুল তরুণদের মধ্যে বেঁচে আছেন, বেঁচে থাকবেন।
এ দেশ-ভাষা যতদিন থাকবে কবিও ততদিন অমর হয়ে থাকবেন।
শুক্রবার (২৫ মে) কবির ১১৯তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় কবির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উমা কাজী বলেন, কবি নজরুল কবিতা-গানে দেশের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন। কবিকে জানতে হলে কবির কবিতাকে জানতে হবে, কবির লেখা পড়তে হবে। বিভিন্ন ভাষায় কবির লেখাকে ছড়িয়ে দিতে হবে।