৭৭ পয়সার মামলা!

Slider বিচিত্র

104335_bangladesh_pratidin_8

জাপানের পদচ্যুত জাতীয় দলের কোচ ভাহিদ হালিলহোদিচ দেশটির ফুটবল এসোসিয়েশনের (জেএফএ) বিপক্ষে মান হানির মামলা করেছেন। তিনি ‘এক’ ইয়েন ক্ষতিপুরণ দাবি করে মামলাটি দায়ের করেছেন যা বাংলাদেশি মুদ্রায় ৭৭ পয়সা।

তাঁর আইনজীবী লিওনেল ভিনসেন্ট এএফপিকে জানিয়েছেন, ‘এটি টাকার বিষয় নয়, জাপানকে বিশ্বকাপ পর্যন্ত পৌঁছে দিয়ে সে নিশ্চয়ই বোকার মতো কিছু করতে চায় না। সে মন থেকেই কষ্ট পেয়েছে এবং প্রতারিত অনুভব করছে। ’

তিনি আরও বলেন, ‘তাশিমা জাপান ফুটবল অ্যাসোসিয়েশন সরকারের নিয়ম ভঙ্গ করেছেন, তাই আমরা আনুষ্ঠানিক ক্ষমা আশা করছি। ’

মামলার ভিত্তিতে ভিনসেন্ট, বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে বোর্ড সদস্যদের সঙ্গে কোন প্রকার আলাপ আলোচনা ছাড়া ওই কোচকে বরখাস্ত করার বিষয়ে জেএফএ সভাপতি কোজো তাসিমাকে কারণ ব্যখ্যা করতে বলেছেন।

উল্লেখ্য, বসনিয় এই কোচকে গত মাসে আকস্মিকভাবে বরখাস্ত করে জাপান ফুটবল এসোসিয়েশন। ওই সিদ্ধান্তটিকে ‘অন্যায়’ ও ‘বর্বর’ বলে আখ্যায়িত করেছেন তিনি।104335_bangladesh_pratidin_8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *