•নীলকন্ঠ প্রাণ…!!
———————————————-
দিব্যপ্রোজ্জ্বলতার মোহান্ধ পথধরে এসেছিল যারা;চলে গেছে-
দিগন্ত রেখায় পা মিলায়ে হেঁটে;নিশীথিনীর নক্ষত্র আশে,
বারেক চেয়েছে ফিরে লোভান্ধ নয়না;মর্তসুন্দরীর দল-
মূর্খের মত আস্ফালন ভরা সসম্মানে;দাম্ভিক বন্ধুবেশে।।
আধেক তার শুনেছে কথা;বধির বন্ধ্যাত্বভরা শ্রবণে-
স্বর্ণমোহর ঢালা অঢেল ঐশ্বর্য আশে;সময়ের গানে,
কেবলই রয়েছি একা;বেদনদগ্ধ উত্তাপে ভরা প্রহরতলে
ধৈর্যান্ধ নেত্রযুগল সানন্দে সয়েছে;নীলকন্ঠ প্রাণে।।
প্রস্তরপ্রাণা প্রেমান্ধ নয়ন;কেবলই খুঁজেছে সমুদ্রস্নান-
অবিরাম বর্ষণে শ্রাবণ ধারায় ঝর্ণার সাথে মিশে যেতে,
তাঁহারা কেবলই ধবল জ্যোৎস্নায় উদোম হয়েছে- আদিম উল্লাসে;
জঙ্গাজলের স্বাদে হারায়েছে বোধ-মুগ্ধতা পেতে।
————————
•||বাংলাঘর,ঢাকা উত্তর।
•২৩মে,২০১৮ইং।।