দ্বিতীয় দফায় অগামী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বিতর্কিত নির্বাচনে মাদুরোর পুনরায় ক্ষমতা গ্রহণের প্রতিবাদে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে ১৪টি দেশ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।
এসব দেশের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং কানাডাও রয়েছে। সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের পর এই প্রতিক্রিয়া জানালো দেশগুলো।
এ ছাড়া বিরোধী দলকে বাদ দিয়ে রোববারের এই নির্বাচনকে এক তরফা উল্লেখ করে দেশটির ওপর নতুন করে আবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেইসঙ্গে মাদুরো সরকারের দমন-পীড়ন বন্ধে দেশটিতে নতুন করে নির্বাচন দেয়ার কথা বলেন ট্রাম্প। তবে, নির্বাচনে পুনরায় জয়ী হওয়ায় প্রেসিডেন্ট মাদুরোকে অভিনন্দন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বেইজিং বলছে, ভেনিজুয়েলার জনগণের পছন্দের ওপর সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।
সূত্র : এএফপি