আলোচনায় সাদ্দামের বিলাসবহুল প্রমোদতরী

Slider বিচিত্র

saddam

১৫ বছর হল মারা গেছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। তার সম্পত্তির প্রায় সবটাই বাজেয়াপ্ত করেছে ইরাক সরকার। কিন্তু সব সম্পত্তি কি হাতে এসেছে ইরাক সরকারের?

জনশ্রুতি রয়েছে, সাদ্দামের বিপুল সম্পত্তির অনেকটাই লুকানো রয়েছে। সেসব সম্পত্তির সন্ধানই পায়নি ইরাক কিংবা আমেরিকা। তবে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর সামনে থাকা সাদ্দামের তৈরি বিলাসবহুল প্রমোদতরী নিয়ে। তবে কে তার মালিকানা পাবেন, সেটা নিয়ে এখনও বিবাদ মেটেনি।

ইরাকের বসরা শহরে একটি বিলাসবহুল প্রমোদতরী বানিয়েছিলেন সাদ্দাম। কিন্তু একবারের জন্যও সময় কাটাতে পারেননি ওই প্রমোদতরীতে। এখন সেটার মালিকানা কার হাতে যাবে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কী নেই সেই ৮২ মিটার লম্বা দৈত্যাকৃতি প্রমোদতরীতে।

অতিথিদের জন্য ১৭টি ঘর, কর্মীদের জন্য ১৮টি ঘর, রন্ধনশালা, এমনকি চিকিৎসালয়ও রয়েছে। যে কর্মীদের ওই বিলাসতরীর জন্য নিয়োগ করা হয়েছিল, তারা এখনও ঝকঝকে অবস্থায় রক্ষণাবেক্ষণ করছেন ওই প্রমোদতরী। শোনা যাচ্ছে, একটি হোটেল তাদের অতিথিদের জন্য ওই প্রমোদতরীটি কিনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *