মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত আরও ৩

Slider জাতীয়

7e315843eb27154b490273e90e28c044-59e0393f488f2

ঢাকা:পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় গতকাল বুধবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধে’ দুই জেলায় নিহত হয়েছেন আরও তিনজন। নিহত ব্যক্তিরা সবাই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

এ নিয়ে বিভিন্ন জেলায় ১০ দিনে বন্দুকযুদ্ধে নিহত হলেন ৫১ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তাঁদের মধ্যে ৪৫ জনই মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, গতকাল রাতে বন্দুকযুদ্ধের পর প্রতিটি ঘটনাস্থল থেকেই ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, পিস্তল, গুলিসহ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি অবলম্বন করেছে। এর আগে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ১৪ মে ঢাকায় সংবাদ সম্মেলন করে মাদক কেনাবেচায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

ফেনী: পুলিশ জানায়, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার উদ্দেশ্যে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা দক্ষিণ জাম্মড়া গ্রাম এলাকায় জড়ো হয়েছেন—এমন খকর আসে। এরপর পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময় হয়। এতে ফুলগাজী সদর ইউনিয়নের মন্তলা গ্রামের মনির হোসেন (৩২) ও আনন্দপুর ইউনিয়নের মাইজগ্রামের বাসিন্দা শাহমিরান ওরফে শামীম (৩০) নিহত হন।।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, দুজনই মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁদের বিরুদ্ধে ১০টি করে মাদকের মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের ভাষ্য, সিদ্ধিরগঞ্জের সানাড়পাড়, মৌচাক, নিমাই কাঁসারী এলাকায় মাদকবিরোধী অভিযান চলছিল। দক্ষিণ নিমাই কাঁসারী এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ২০ থেকে ২৫টি গুলিবিনিময়ের পর একজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। এ সময় অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তিকে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ফেন্সি সেলিম (৩২) বলে শনাক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

ফেন্সি সেলিমের বাড়ি বাগমারা সানারপাড় এলাকায়। নজরুল ইসলাম জানান, ‘বন্দুকযুদ্ধে’ তিনিসহ সহপরিদর্শক (অপারেশন) আজিজুল হক, উপপরিদর্শক ইব্রাহীম, কনস্টেবল সাইদুল ও জাহাঙ্গীর আহত হয়েছেন। তাঁরা খানপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *