কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার ইফতারের সময় এ ঘটনা ঘটে।
এতে পাঁচজন আহত হয়েছে।
বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি সফিকুল ইসলাম জানান, বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ইফতারের আয়োজন করছিলো নেতা-কর্মীরা। এসময় কয়েকজন দুষ্কৃতকারী অফিসে হামলা চালায়। আসবাবসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। হামলায় গুরুতর আহত হয় জেলা ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম, বাচন মিয়া ও আল আমিন।
এবিষয়ে থানায় অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান বলেন, বরকামতা এলাকায় গন্ডগোলের কথা শুনেছি। এবিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।