ঢাকা: বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় তদন্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে না পারায় ব্যাখ্যা চেয়ে তদন্ত কর্মকর্তাদের তলব করেছে হাইকোর্ট। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে এসব মামলার তদন্ত শেষ হওয়ার কথা। কিন্তু প্রায় আড়াই বছর হয়ে গেছে। এখনও তদন্ত শেষ হয়নি। এর কারণ ব্যাখ্যার জন্য তাদেরকে তলব করা হয়েছে।
২০১৫ সালের ২১-২৩শে সেপ্টেম্বর ১৫৬ জনকে আসামি করে মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক।