ঢাকা: টানা বৃষ্টিতে রাজধানী প্রায় অচল হয়ে পড়েছে। রাস্তাঘাট বৃষ্টির পানিতে থই থই করছে। কর্মজীবী সাধারণ মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে টানা বৃষ্টি বর্ষণের ফলে ছোট বড় সব সড়ক পানির নিচে চলে যাওয়ায় যানচলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। সৃষ্টি হয় চরম যানজট। দীর্ঘ যানজট আর বৃষ্টির কারণে সময়মতো অফিসে পৌঁছতে না পারায় সীমাহীন দুর্ভোগে পড়েন অফিসগামী সাধারণ মানুষ।
কবি নজরুল এভিনিউয়ের মতো ভিআইপি সড়কও প্লাবিত হয়ে পড়ে।
প্রধান এই সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হওয়ায় অন্যান্য সংযোগ সড়কের গাড়ি আটকে পড়ে। এতে পুরো ঢাকা শহর প্রায় বৃষ্টির কবলে পড়ায় কর্মজীবীদের জীবন স্থবির হয়ে পড়ে।